Header Ads

Header ADS

৪ (তুমিময়)

                          তুমিময়

তোমার ছবি প্রতিদিন ফোনে যতবার আমি দেখি,
তুমি ততোবার ফোন হাতেও তোল না।
রোজ যতবার তোমার নাম্বারে কল দিই,
তোমার ফোনের সবচেয়ে ব্যস্ততম দিনেও তুমি
ততোবার ডায়ালপেডে কারো নাম্বার তোল না।
আয়নার সামনে দাঁড়িয়ে রোজ যতবার তোমায় দেখি,
তুমি রোজ আয়নায় দেখ না ততোবার।
রোজ যতগুলো গনিতের সমস্যা সমাধান করি,
তার চেয়ে বেশি সমস্যা সমাধান করি তোমার।
তোমায় নিয়ে রোজ যতক্ষণ ভাবা হয়,
তুমি রোজ ততক্ষণ ফিজিক্সের সমাধানও কর না।
তোমার নাম আমি রোজ যতবার জপি,
কয়েক জন্ম পৃথিবীতে আসলেও তুমি
তোমার নাম তোমার মুখে ততোবার শুনবে না।

                                                    -মাসুম


জন্মসময় ১৭ সেপ্টেম্বর ২০২২ইং, শনিবার।

রাত ৯ঃ৪৮ মিনিট 

No comments

Powered by Blogger.