৬ (সেই মেয়েটি)
সেই মেয়েটি
আমার সুখে, ঠোঁটের বাকে
হাসি ফুটেছিল যে মেয়েটির গতকাল
আনন্দে রেখো সবকালেই খোদা তারে।
আমার দু:খে, চোখের কোণে
পানি জমেছে যে মেয়েটির আজ
ইহকাল-পরকালেও ভালো কর খোদা তার।
আমার সফলতায়, লাফিয়ে উঠে
আনন্দে মেতে থাকবে যে মেয়েটি আগামীকাল
সেই মেয়েটির প্রতি,
ভালবাসা যাতে না কমে ইহজনমে আমার।
সেই মেয়েটির প্রতি,
ভালবাসা যাতে না কমে ইহজনমে আমার।
-মাসুম
জন্মসময়: ১১ সেপ্টেম্বর ২০২২ইং, রবিবার।
সকাল: ৭:৪০ মিনিট।
[এটি একটি কষ্টের সকাল।আব্বা অসুস্থ, গতকাল বেলাব হাসপাতালে ভর্তি করলাম। আমার মন ভালো নেই। আমার কষ্টে, কষ্ট পেয়েছে যে মেয়েটি খোদা তার ভাল করুক। ভাল রাখুক সবসময় তারে।]
No comments