Header Ads

Header ADS

৭ (আজ তোমার প্রশংসা করা বারণ)

         আজ তোমার প্রশংসা করা বারণ

মেয়েরা স্বভাবতই সাজতে পছন্দ করে।

এক্ষেত্রে তুমি একটু ব্যতিক্রম

হয়তো আমার জন্য নয়তো নিজের জন্য।

মেয়েরা নিজের প্রশংসা শুনতে ভালবাসে।

এক্ষেত্রেও তুমি একটু ব্যতিক্রম 

তুমি সবার কাছ থেকে নয়,

তুমি শুধু আমার মুখ থেকে তোমার কথা শুনতে চাও।

আজ যখন তুমি শাড়ি পরে আমাকে কল দিয়েছিলে,

তখনই বুঝেছিলাম তুমি তোমার প্রশংসা শুনতে চাও।

"ভাল লাগছে" কথাটি শুনতে চাও আমার মুখ থেকে।

আমারও ইচ্ছে করছিল তোমার প্রশংসা করতে কিন্তু

আমি না বুঝার ভান করে সবকিছু এড়িয়ে গেলাম।

তুমি লজ্জ্বা-শরমের মাথা খেয়ে বলেই ফেললে,"বল সুন্দর লাগছে"।

তাও আমি এড়িয়ে গেলাম।

সবশেষে বলেছিলাম, কানে একটা জবা গুজে নিও।

উত্তরে তুমি বলেছিলে, ক্যাম্পাসে জবা পেলে তোমার কথা রাখব।

কেন জানি সবসময় তোমার প্রশংসাগুলো,

সময়মতো করতে ইচ্ছে করে না আমার।

এটা আমার খুব বাজে অভ্যাসে পরিণত হচ্ছে দিনদিন।

যখন আমি খুব বিষাদগ্রস্ত হয়,

যখন মনে হয় বাতাসে প্রাণ নেই।

তখন তোমার দেওয়া এই সুন্দর মূহুর্তের কথা মনে পড়ে।

এমনই কোন এক বিষাদগ্রস্ত দিনে হয়তোবা তোমাকে কল দিয়ে বলব,

অইদিন তোমাকে শাড়ি পড়া অবস্থায় খুবই "ভাল লেগেছিল"!

                                                        -মাসুম


জন্মসময়: ২ সেপ্টেম্বর ২০২২ইং, শুক্রবার।

রাত ৯:৫৬মিনিট।


[বি.দ্র: সত্য ঘটনা অবলম্বনে লিখা এই কবিতা। ঘটনা আর লিখা দুটোই আজকের দিনের।]


No comments

Powered by Blogger.