১০ (------------)
-------------
তোমাকে ভেবে লিখা রাখা
কত লিখাই ছিড়ে ফেলে দিলাম
কত অশ্রুতে ভিজে গেছে
কতশত শব্দ।
ফেলে দিয়েছি তা আবর্জনা মনে করে
এই শব্দগুলো আমায় বারবার ডাকে
আমি সাড়া দিয়েও দেয় না
কতবার পিছে ফিরে গিয়েছি
আবার শব্দগুলো কুড়াবো বলে
কিন্তু কখনও তা কুড়ানো যায় না।
কখনোই যায় না!
-মাসুম
জন্মসময়: ভুলক্রমে তা লিখা হয় নি। তবে নোট এ এর লিখার সময় ১৭ ডিসেম্বর ২০২২ইং
No comments