Header Ads

Header ADS

৯ (---------)

                          --------------

আমাদের একসাথে সময় কাটানো

কিছু স্মৃতি আছে।

একসাথে, পাশাপাশি বসে

আমাদের একসাথে তোলা

কিছু ছবি আছে

একসাথে তোলা, পাশাপাশি দাঁড়িয়ে।

আমাদের একসাথে জমানো

অনেক অভিযোগ আছে।

একসাথে, বিপরীত মেরুরমত

আমাদের স্মৃতিগুলো এখন 

আমাকে তাড়া করে বেড়ায়।

ছবিগুলো কথা বলে

শেষমেষ অভিযোগ আর অভিমানগুলো জিতে যায়।

আমরা দুজন দুজনার কাছে হেরে যায়।

হারিয়ে যায় অতলে।

                                                    -মাসুম



জন্মসময়: ১৩ আগষ্ট ২০২২ইং, শনিবার

দুপুর ২:১৫ মিনিট



[বি.দ্র: এই লিখাটা দোকানে বসে, দোকানদারি করার সময় লিখা। লিখাটা শুরু থেকে শেষ করার ভিতরে কোন ক্রেতাই আসে নাই কোন প্রকার সদাই নিতে। লিখাটা শেষ করার পর মায়ের বয়সী এক মহিলা ১০ টাকা দিয়ে একটি জদ্দার ডিব্বা কিনে নিয়ে যায়।]

No comments

Powered by Blogger.