১৩ (তোমাকে আমার করে নেব)
তোমাকে আমার করে নেব
এইবার জিবনের খড়া দূর হলে,
তোমাকে আমার করে নেব।
রাস্তার সব ময়লা পরিষ্কার হয়ে গেলে,
তোমাকে নিয়ে হাতে হাত ধরে হাঁটতে বের হব।
রেল স্টেশনটা একটু খালি হোক,
তোমার পাশে গিয়ে ফুল হাতে বসব আবার সেই ফুল তোমার কানে গুজে দিব।
টিকেট টা পেয়ে গেলেই,
তোমাকে নিয়ে ঘুরতে বের হব।
পৃথিবীর সব অসুখ ভাল হয়ে যাক,
তোমাকে আবার আমার করে নেব।
তোমাকে একান্তই নিজের করে নেব..........।
-মাসুম
জন্মসময়ঃ ৮ মে ২০২২ইং, রবিবার
সময়ঃ রাত ১ঃ০৮ মিনিট।
[বি.দ্রঃ কিছু একটা লিখতে ইচ্ছে করে তাই এসব লিখি। অযথায় লিখি। এসব লিখতেই ভাল লাগে। এই লিখাগুলো একান্তই আমার নিজের জন্য লিখা। কারো ভাল লাগা, মন্দ লাগা যার যার অভিরুচি। এই কবিতা কাউকে উদ্দেশ্য করে লিখা না আবার উদ্দেশ্য করেও হতে পারে। কোন কিছুরই নিশ্চয়তা দিতে পারি না। কোন একদিন টাকা হলে এসব লিখার জন্ম হবে ছোট্র একটি বইয়ের পাতায় আবার নাও হতে পারে। কোন কিছুরই নিশ্চয়তা দেওয়া যায় না কারন আমরা মানুষ। আমাদের মত পাল্টায় সেকেন্ডে সেকেন্ডে।]
No comments