১৪ (তোমারে আর ছুঁয়ে দেখা হইল না)
তোমারে আর ছুঁয়ে দেখা হইল না
তোমারে আর ছোঁয়ে দেখা হইল না
যেমন কইরা মন খারাপের মধ্যরাইতে,
মুখে বিষন্নতার ছাপ নিয়া, সিগারেটের পেকেট থেইকা
একটা সিগারেট খুইলা ছোয়া হয়
তেমন কইরা কোন দিন তোমারে ছোঁয়া হইল না।
মন খারাপের রাইতে যেমন কইরা
বালিশ জড়াইয়া ধইরা,
নিশ্চুপ কান্না করা হয়।
তেমন কইরা তোমারেও জড়াইয়া ধরা হইল না।
আসলেই তোমারে আর এই জিবনে দেখা হইল না।
-মাসুম
জন্মসময়: ৯ এপ্রিল ২০২২ইং, শনিবার।
রাত ৭:৪৪ মিনিট
No comments