১৫ (টাকা)
টাকা
জিবনের এই সময়ে আইসা মনে হয়তাছে,
টাহা পয়সায় জিবনের সবকিছু না।
এহন আমার কাছে হয়তো অনেক টাহা,
কিন্তু মনের মধ্যে কোন সুখ পাইতাছি না।
ইচ্ছে করলেই বাবার মুখখানা দেখা যায়তাছে না,
মায়েরে জড়াইয়া ধরা হয়তাছে না।
এহন মন চাইলেও,
তোমারে খুব কাছে গিয়া ভালবাসি কথাডা বলা যায়তাছে না।
তোমার কানে জবা ফুল গুইজা দেওয়া হয়তাছে না।
ইচ্ছা করলেই বিকালে মাঠে বসা যায়তাছে না,
ফুটবল খেলা যায়তাছে না,
বন্ধুগো লগে খোলা আকাশের নিচে বইসা মন খুইলা আড্ডা দেওয়া যায়তাছে না।
তাইলে টাহায় সুখ হয় কেমনে?
টাহায় যদি সুখ হয়তো তাইলে,
সব সুখ একবারে কিইন্না লইতাম।
-মাসুম
জন্মসময়ঃ ৭ এপ্রিল ২০২২ ইং,বৃহস্পতিবার
বি.দ্রঃ এখন আমার কাছে কোন টাহা-পয়সায় নাই।আমি সম্পূর্ণ বেকার,অনার্স প্রথম বর্ষে পড়ুয়া একজন ছাত্র।যদি কোন সময় টাহা-পয়সা হয় আর এমন উপলব্ধি হয় এই ভাইব্বা লেখা এর বেশি কিছু না।
জন্মসময়: ৭ এপ্রিল ২০২২ইং, বৃহস্পতিবার
যদি কোনদিন অল্পকিছু টাকাও হয়,তাইলে লেখাটা অল্পকিছু কাছের মানুষদের দিমু।
লেখাটার নাম "টাকা" দিলে কেমন হয়?
No comments