১৬ (কবিতার দাম আট আনা সিকি)
কবিতার দাম আট আনা সিকি
কবিতা বিক্রি করব আমি
কবিতার দাম বোধহয় আট আনা সিকি
পাহাড় কেনার সখ এখন বইছে মনে
কবিতা বিক্রি করব তাই,
পাহাড়ের একটুকরো অংশ কিনে নিব বলে।
সে পাহাড়ের উপর দেশে বানাব ছনের ঘর
থাকব একা।
রাত যখন হবে গভীর,কবিতারা উড়ে বেড়াবে
পাহাড়ি মদের নেশায় যখন হব তালমাতাল
ঠিক তখনই হারিয়ে যাব মহাশুন্যের দেশে।
-মাসুম
No comments