Header Ads

Header ADS

১৭ (প্রেমময় পৃথিবী)

                         প্রেমময় পৃথিবী

দুদিনের এই পৃথিবীতে কতকিছুই দেখলাম

ক্লাসের অনিয়মিত ছাত্রটাকেও নিয়মিত হয়ে যেতে দেখেছি।

স্যারের বোরিং ক্লাসটাও মনোযোগ দিয়ে শুনিতে দেখেছি।

কোন ক্লাসে পড়া বলতে না পারা ছেলেটাও দৈনিক সবার আগে দাঁড়িয়ে অনর্গল পড়া বলতে দেখেছি।

৫মিনিটের রাস্তা না হাঁটা ছেলেটাও কিসের নেশায় জানি হাঁটতে বহুদূর দেখেছি।

প্রচুর রোদে শরীরের ঘাম ঝড়িয়ে এক পলক দেখার আকুতি করতে দেখেছি।

বাজ ভাঙ্গা বৃষ্টিতে ছাতা হাতে কারো জন্য অপেক্ষা করতে দেখেছি।

সাপ্তাহে জুম্মার নামাজ না পড়া ছেলেটাও নিয়মিত নামাজ পড়তে দেখেছি।

রিতিমত আড্ডায় মেতে থাকা ছেলেটাকেও বন্ধুদের এড়িয়ে চলতে দেখেছি।

কিসের মায়ায় এতোসব?

অথচ কোথাও যেন তবুও একটু কমতিই থেকে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হালকা সেলেব্রিটি ছেলেটাকেও স্যাডপোষ্ট দিতে দেখেছি।

আমি, ইনএ রিলেশনশীপ স্টাটাসটাকে স্যাপারেটেড স্টাটাসে রুপান্তরিত করতে দেখেছি।

সিগারেটের গন্ধ সহ্য করতে না ছেলেটাও তারপর সিগারেট ধরে নিতে দেখেছি।

কোনদিন চোখ দিয়ে পানি না পড়া ছেলেটাও বন্ধুকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে দেখেছি।

৫ বছরের সম্পর্ক, ৫ মিনিটে ভেঙ্গে যেতে দেখেছি।

আমি প্রেমিককে মামা হয়ে যেতে দেখেছি।

মৃত্যুকে ভয় পাওয়া ছেলেটাকেও বেঁচে থাকার আকুতি জানিয়ে আত্নহত্যা করতে দেখেছি।

কিসের আশায় তাহলে এতসব?

কেন?

                                                     -মাসুম




জন্মসময়ঃ

২৬ মার্চ ২০২২ইং,শনিবার।

রাত ১১ঃ৫৪মিনিট।

No comments

Powered by Blogger.