২৩ (প্রিয়তমা তুমি আসবে কবে?)
প্রিয়তমা তুমি আসবে কবে?
কেউ একজন আসুক
যে আমার সবকিছু জানবে।
কতটুকু ব্যাথা পেলে আমি মাকে স্মরণ করি
মাথা ব্যাথা হলে আমি কোন ঔষুধটা খাই।
কেউ একজন আসুক যে জানবে,
জ্বরের ঘুরে আমি কি করি?
চায়ের সাথে আমি চিনি খাই কি খাই না?
কেউ একজন আসুক যে জানবে,
আমার কোন শার্টের কয়টা বোতাম নেই?
মাসের কোন সময়টাতে আমার পকেটে খরা থাকে।
কেউ একজন আসুক যে জানবে,
কোন ঋতু আমার সবচেয়ে প্রিয়
শরৎের আকাশ আমার ভাল লাগে কেন
কেউ একজন আসুক
যার কাছে নিরদ্বিধায় আমাকে ভেঙ্গে-চুড়ে রাখা যায়।
যার কাছে গেলে মানসিক শান্তি মিলে।
কেউ একজন আসুক যে,
ফ্যামিলি প্রবলেমের কথা বলে মাঝ রাস্তায় একা ফেলে যাবে না।
যার কাছে আমিই তার পুরো পৃথিবী।
কেউ একজন আসুক
অন্তত কেউ একজন আসুক
যে আমাকে ফুলের মতো করে তুলে রাখবে।
প্রিয়তমা তুমি কবে আসবে?
-মাসুম
জন্মসময়: ২৬ অক্টোবর ২০২২ইং, বুধবার।
রাত ৮:৩৫ মিনিট
No comments