২২ (ইট'স নভেম্বর রেইন)
ইট'স নভেম্বর রেইন
নভেম্বর মাস
হতাশাগ্রস্থ সময়, বিষন্ন মন।
বাকি ছিল,
আমাদের না বলা অজস্র কথা,
শাড়ি-পাঞ্জাবি পড়ে তোমার আমার একসাথে হাঁটা,
হাতে হাত ধরে পাশাপাশি বসা,
তোমার কানে ফুল গুজে দেওয়া,
তোমার কোলে মাথা রাখা,
তোমার না দেওয়া ৫৩টি চুমু,
টানা সাতদিন তোমার সাথে চা খাওয়া,
আমার কাছ থেকে তোমার চাওয়া
১১৯ টি লাল গোলাপ ও একটি কালো গোলাপ দিয়ে
তোমাকে সামনাসামনি ভালবাসি বলা।
সবকিছুই পড়ে আছে বাকির খাতায়
এই সব ভেবেই চোখ বেয়ে বৃষ্টি নামে
মনে হয় ইট'স নভেম্বর রেইন।
-মাসুম
জন্মসময়: ৩০ নভেম্বর ২০২২ইং, বুধবার
রাত ১১:৫৯মিনিট
[বি.দ্র: আজ নভেম্বর মাসের শেষদিন। হঠাৎ মাথায় নভেম্বরের বিষন্নতা ভর করেছে। আসছে ডিসেম্বরের সুদিনের অপেক্ষায় রইলাম। সুদিন কাছে এসো......।]
No comments