Header Ads

Header ADS

২১ (তোমাকে না বলা কিছু কথা)

                  তোমাকে না বলা কিছু কথা

তোমাকে বলা হলো না কিছু না বলা কথা,

তোমাকে বলা হলো না আমার প্রিয় কবিতার কথা,

তোমাকে বলা হলো না আমার প্রিয় গানের নাম,

তোমাকে বলা হলো না আমার প্রিয় ঋতুর নাম,

তোমাকে বলা হলো না আমার প্রিয় পাখির নাম,

তোমাকে বলা হলো না আমার প্রিয় রঙের নাম,

তোমাকে বলা হলো না আমার প্রিয় জায়গার নাম,

তোমাকে বলা হলো না আমার প্রিয় লেখকের নাম,

তোমাকে বলা হলো না জ্বর হলে আমি কি করি?

তোমাকে বলা হলো না আমার প্রিয় অসুখ কি?

তোমাকে বলা হলো না কেন আমি দন্তন্য থেকে মূর্ধ্যন্য বেশি ব্যবহার করি?

তোমাকে বলা হলো না কেন আমার প্রিয় কোন বই নেই?

তোমাকে বলা হলো না কেন আমার বই পড়তে ভাল লাগে না?

তোমাকে বলা হলো না কেন আমি তোমার ছবিই বেশি বেশি দেখি?

তোমাকে বলা হলো না কেন আমার রাতে ঘুম হয় না?

তোমাকে বলা হলো না কেন শুধু তোমাকেই দেখতে চাই?

তোমাকে বলা হলো না কেন আমি তোমাকেই ভালবাসি?

তোমাকে বলা হলো না কেন আমার শুধু তোমাকেই লাগবে?

তোমাকে বলা হবে না কখনোও ভালবাসি, ভালবাসি, ভালবাসি।

                                                                 -মাসুম




জন্মসময়: ৬ ডিসেম্বর ২০২২ইং, মঙ্গলবার।

রাত ১০:০৭মিনিট

No comments

Powered by Blogger.