২০ (আমার অসুখ)
আমার অসুখ
আমাকে নাও, আমাকে নাও তোমার কাছে
জড়িয়ে ধরো খুব জোড়ে,
অন্তত একটা চুমু খাও প্লিজ।
তোমাকে পাওয়ার অসুখ ভর করেছে শরীরে
খুব তিব্র ভাবে এই রাতে
এন্টিবায়োটিক হিসেবে একটার পর একটা
সিগারেট পুড়াচ্ছি, কাজ হচ্ছে না।
নিজেকে নিঃসঙ্গ লাগছে খুব,
একাকিত্ব আমাকে গলা চেপে ধরছে
মহাকাশ সমান শূন্যতা অনুভব করছি এই রাতে
এই অসুখ সাড়ার উপায় বলো প্লিজ
আমি কি তাহলে চলে যাব সই?
-মাসুম
জন্মসময়:২৭ নভেম্বর ২০২২ইং, রবিবার
ভোর ৪:০৪ মিনিট।
No comments